আজ ‘জঙ্গি’ সাইফুলের ময়নাতদন্ত

মুক্তবার্তা ডেস্ক: মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর সকালে ধানমন্ডি ৩২ নম্বর থেকে মাত্র ৩০০ মিটার দূরে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াটের সদস্যরা। দুই দফা বিস্ফোরণ ও গুলির পর সেখানে খুলনা বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান শেষ বর্ষের ছাত্র সাইফুল ইসলামের লাশ পাওয়া যায়।

নিহত ‘জঙ্গি’ সাইফুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে আজ। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢামেক সূত্রে জানা গেছে, কলাবাগান থানা থেকে সাইফুলের মরদেহের সুরতহাল প্রতিবেদন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেনি। থানা থেকে প্রতিবেদন পাওয়ার পর তার ময়নাতদন্ত শুরু করা হবে।

আজ বুধবার দুপুরের দিকে তার ময়নাতদন্ত হতে পারে বলে জানিয়েছে ঢামেক সূত্র।

Related posts

Leave a Comment