আজারবাইজান সফরে গিয়ে যা বললেন এরদোয়ান

মুক্তবার্তা ডেস্কঃ নাগোরনো-কারাবাখ অঞ্চলের ওপর আজারবাইজান পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কয়েকদিনের মাথায় দেশটি সফরে গেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান।

সোমবার আজারবাইজানের নাখিচেভান শহরে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, “নাগোরনো-কারাবাখে আজারবাইজান সেনাবাহিনীর অর্জন ‘গর্ব করার মতো বিষয়’ এবং এর ফলে ওই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথ উন্মুক্ত হয়েছে।”
‘এই সুযোগকে কোনোমতে হাতছাড়া করা উচিত হবে না’ মন্তব্য করে তিনি বলেন, “আমরা আশা করবো আর্মেনিয়া শান্তি প্রতিষ্ঠার জন্য হাত বাড়িয়ে দেবে এবং এ লক্ষ্যে আন্তরিক পদক্ষেপ নেবে।”

Related posts

Leave a Comment