মুক্তবার্তা ডেস্ক:রাজধানীর হাজারীবাগে থাকা সকল ট্যানারির গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা। কিন্তু অন্যান্য দিনের মতো আজও হাজারীবাগের ট্যানারিগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে।
সকাল থেকে হাজারীবাগ এলাকায় অবস্থান করে দেখা যায়, কাঁচা চামড়া প্রক্রিয়াকরণ, গ্রেডিং, ফিনিশিং, কেমিকেল দিয়ে ওয়েট ব্লু এবং প্রক্রিয়াজাত করার পর ভেজা চামড়া শুকানোসহ তা পাকাকরণ- সব কাজই আগের মতো চলছে।
হাজারীবাগের রাস্তা দিয়ে ঠেলাগাড়ি বোঝাই করে চামড়া ট্যানারি কারখানাগুলোতে আনা-নেয়া হচ্ছে। তবে অধিকাংশ কারখানার প্রধান গেট বন্ধ রেখে ভেতরে কাঁচা চামড়া প্রক্রিয়াজতকরণসহ অন্যান্য কাজ চলছে। এছাড়া প্রতিটি রাস্তার মোড়ে ৫-৭ জন শ্রমিককে অবস্থান করতে দেখা গেছে।