আগামী দুই বছর উৎসে কর প্রত্যাহার চায় বিজিএমইএ

মুক্তবার্তা ডেস্ক:আগামী দুই বছর উৎসে কর প্রত্যাহার অর্থাৎ শূন্য শতাংশ চায় বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। বাজেট পোশাক শিল্পের ওপর উৎসে কর ১ শতাংশ প্রস্তাব করা হয়েছে।

রোববার বিজিএমইএ সভাকক্ষে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, বর্তমানে পোশাক শিল্প বিপদে রয়েছে। তাই অর্থমন্ত্রীর কাছে আগামী দুই বছর উৎসে কর শূন্য শতাংশ করার আবেদন জানাচ্ছি।

শিল্পের সক্ষমতা বিবেচনায় করপোরেট করের হার হ্রাস করে ১০ শতাংশ করা এবং তা আগামী পাঁচ বছর কার্যকর রাখতে সরকারের প্রতি অনুরোধ জানান পোশাক মালিকরা। ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করপোরেট করের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ এবং পরিবেশবান্ধব কারখানার ক্ষেত্রে ১৪ শতাংশ করার প্রস্তাব রাখেন তারা।

Related posts

Leave a Comment