মুক্তবার্তা ডেস্ক: আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো টাঙ্গাইলের তিন দিনব্যাপী ইজতেমা। টানা তিনদিন বয়ান ও আমলের পর শনিবার দুপুর ১২টা ৯ মিিেনটে আখেরি মোনাজাত করেন কাকরাইলের মুরুব্বি মাওলানা মোশারফ হোসেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা তাবলিগের সাথীদের পাশাপাশি মোনাজাতে শরিক হয়েছিলেন দূর দূরান্ত থেকে আসা অনেক মুসল্লিরাও। পাঁচ লক্ষাধিক মুসল্লির আমিন-আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে ইজতেমা ময়দান। এ সময় মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। ময়দানে জায়গা না হওয়ায় অনেকে আশপাশের সড়কগুলোতে দাঁড়িয়ে আখেরি মোনাজাতে অংশ নেন। মোনাজাতে পর ইজতেমা ময়দান থেকে দিন-ই ইসলাম ও কালেমার দাওয়াত দিতে দেশ বিদেশে ছড়িয়ে পড়ছেন তাবলিগি সাথীরা।
টাঙ্গাইলের তাবলিগি আমির মওলানা আব্দুল হাই বলেন, টুঙ্গি তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা লাখ লাখ মুসুল্লির সমাগম হয়, এজন্য মুসুল্লিদেরকে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। এজন্য দেশের ৬৪টি জেলার তাবলিগি সাথীদের দুই ভাগে ভাগ করে ৩২ জেলা করে দুই পর্বে ইজতেমায়ি কাজ চলত। দুই পর্ব করার পরও মুসুল্লিদের জায়গার স্বল্পতার কারণে ২০১৫ সাল থেকে ৩২টি জেলা দুই পর্বে করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের তাবলিগের মুরুব্বীরা। টাঙ্গাইল জেলা ২০১৫ সালে বিশ্ব ইজতেমার ৩২ জেলার তালিকায় না থাকায় ওই বছরের ২৯,৩০ ও ৩১ অক্টোবরে প্রথম ইজতেমা শুরু হয়।
২০১৬ সালে তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেন টাঙ্গাইলের মুসুল্লিরা। ২০১৭ তে তুরাগতীরে টাঙ্গাইলের মুসুল্লিদের অংশ গ্রহণের সুযোগ না থাকায় এবারও জেলায় ইজতেমার আয়োজন করা হয়েছিল। তবে আগামী ২০১৮ সালে টাঙ্গাইলের মুসুল্লিরা তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।