মুক্তবার্তা ডেস্ক: আইভি রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে ও ফুল দিয়ে ২১ আগস্টের ভয়াবহ হামলায় নিহত দলের ত্যাগী ও জনপ্রিয় এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা ।
পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, হত্যার সাথে জড়িতরা ২১ আগস্ট গ্রেনেড হামলার সকল আলামত মুছে ফেলেছিলো, যাতে করে এ হত্যাকাণ্ডের বিচার করা না যায়। কিন্তু এ হামলার বিচার বর্তমান সরকারের মেয়াদেই হবে।
তিনি আরো বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনা একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্যই এসব হামলা চালানো হয়েছিলো।
ষোড়শ সংশোধনী ইস্যু প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা নিয়ে বিএনপি রাজনৈতিকভাবে যে-ফায়দা লুটতে চেয়েছিলো, তা শেষপর্যন্ত পণ্ড হয়ে গেছে।