আইফোন ৮ এর নাম হবে আইফোন এক্স!

মুক্তবার্তা ডেস্ক:নতুন আইফোন ৮ এর নাম হবে আইফোন এক্স। অ্যাপলের দশম বার্ষিকী উপলক্ষে এটি বাজারে আনা হতে পারে। এতে ম্যাকবুক প্রো এর মতো টাচবার থাকতে পারে। এর নাম ফাংশন এরিয়া। এর মাধ্যমে বিভিন্ন অ্যাপ ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে।

কেজিআই সিকিউরিটিসের মিং চি-কুয়ো আগেও জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি ৮ এর মতোই পর্দার চারদিকে ফ্রেমের অংশ খুবই কম রাখবে আইফোন।

আইড্রপ এর প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, টাচআইডি যুক্ত হোম বাটনটিও সামনে নেই। পরিবর্তে এতে ম্যাকবুক প্রো এর মতো একটি টাচবার রয়েছে। একে বলা হচ্ছে, ফাংশন এরিয়া।

আইফোন ৮ বা আইফোন এক্স এর পর্দা হবে ৫.৮ ইঞ্চি মাপের। যদি টাচবার দেওয়া হয়, তাহলে এর মূল পর্দাটি ৫.১৫ ইঞ্চির হবে। বাকিটুকু দখল করবে নতুন টাচবার।

নতুন অংশে ডায়নামিক বাটন ছাড়াও আন্যান্য কাজের ব্যবস্থা থাকবে। এখানে মিডিয়া নিয়ন্ত্রণ, কল করা ও গ্রহণ করার বাটন, সাফারিতে শেয়ারিং অপশন এবং আরো অনেক কিছুই থাকতে পারে।

Related posts

Leave a Comment