মুক্তবার্তা ডেস্ক:আইপিএলের প্লে অফে জায়গা করে নিতে বাকি সবগুলো ম্যাচে জয়ের কোন বিকল্প নেই পাঞ্জাবের সামনে। তবে বাকি তিন ম্যাচের আগে বড় এক ধাক্কা খেয়েছে দলটি। নিজ দেশের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দেশে ফিরে গেছেন এই তারকা।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সিরিজ শুরু হবে ২৪ মে। তবে এরই মধ্যে দলের অনুশীলন শুরু হচ্ছে। এবার তাই গুজরাট লায়নসের বিপক্ষে সেঞ্চুরি করেই এবারের আসরকে বিদায় বলতে হল আমলাকে।