আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাককালাম

মুক্তবার্তা ডেস্ক:হ্যামস্ট্রিংয়ের চোটে ব্রেন্ডন ম্যাককালাম আইপিএলের এবারের আসরে গুজরাট লায়ন্সের বাকি তিন ম্যাচে আর খেলতে পারবেন না। বৃহস্পতিবার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচে বাঁ হ্যামস্ট্রিংয়ে টান লাগে ম্যাককালামের।

ম্যাককালামের চোটে গুজরাটের বিদেশি খেলোয়াড়ের সংখ্যা কমে চারজন হয়ে গেল- ডোয়াইন স্মিথ, অ্যারন ফিঞ্চ, জেমস ফকনার ও আরব আমিরারের চিরাগ সুরি। চোটের কারণে আগেই ছিটকে গেছেন ডোয়াইন ব্রাভো ও অ্যান্ড্রু টাই।

এবারের আইপিএলে ১১ ম্যাচে ৩১৯ রান করেছেন ম্যাককালাম। এখন পর্যন্ত গুজরাটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। গত আসরে করেছিলেন ৩৫৪ রান। এবার গুজরাটের অবস্থাও ভালো নয়। প্রথম ১১ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিনটি।

Related posts

Leave a Comment