আইন মন্ত্রণালয়ের অসহযোগিতায় অকেজো হচ্ছে বিচার বিভাগ: সিনহা

মুক্তবার্তা ডেস্ক:আইন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে বিচার বিভাগ অকেজো হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্ধে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানিতে তিনি এই মন্তব্য করেন।

রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ সাত বিচারপতির বেঞ্চে এই আপিল শুনানি হয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রীটকারীদের পক্ষে শুনানি করেন হাসান এম এস আজিম।

শুনানির শুরুতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল।

প্রধান বিচারপতি বলেন, ‘আমরা প্রকাশ্যে আদালতে অনেক কিছু বলি। এটাতে অনেক অপব্যাখ্যা হচ্ছে। বিচার বিভাগ সরকারের বিপক্ষে নয়। বিচার বিভাগ সব সময় দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে রায় দেয়। আইন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে বিচার বিভাগ অকেজো হয়ে যাচ্ছে। এটা আপনি সরকারকে জানাবেন সামাধানের জন্য।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এভাবে বললে হবে? এটা কি সলভ (সমাধান) হবে? এগুলো বললে সংবাদপত্রে বড় বড় অক্ষরে হেডলাইন হবে।’

প্রধান বিচারপতি বলেন, ‘তাহলে কীভাবে সমাধান হবে? আপনাকে জানিয়ে দিলাম সমাধান করার জন্য।’

এরপর আদালত আগামী ২ জুলাই পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অসাংবিধানিক ঘোষণা করে দেয়া রায় স্থগিত করেন।

Related posts

Leave a Comment