মুক্তবার্তা ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কার্যালয়ে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় বাসে পেট্রলবোমা হামলায় আটজন নিহতের ঘটনায় করা মামলায় গত ৯ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কুমিল্লার আদালত। এছাড়া গত বৃহস্পতিবার যুদ্ধাপরাধীদের মদদ দেয়ার অভিযোগে করা মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম নুরনবী। একইদিনে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করে বকশিবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালত।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বিএনপি নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য দিতে থাকেন। রাজনৈতিক সিদ্ধান্তে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে বিএনপি নেতা নজরুল ইসলাম খান দাবি করেছেন। এছাড়া দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেছিলেন, খালেদা জিয়া যেন দেশে ফিরতে না পারে সেজন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি বা বিচার-সবই আইন অনুযায়ী চলছে। আইন অনুযায়ী যা হওয়ার তাই হবে। এখানে আমাদের কিছু করার নাই। আইন, আইন অনুযায়ী চলবে।