আইএস দমনে পাকিস্তানে সেনা অভিযান শুরু

মুক্তবার্তা ডেস্ক:আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস)বিরুদ্ধে ব্যাপক সেনা অভিযান শুরু করেছে পাকিস্তান।

দেশটির সেনা মুখপাত্র জানান, আফগান অভ্যন্তরে আইএসের এই অংশটি ক্রমশই পাকিস্তানের জন্যে হুমকি হয়ে দাঁড়িয়েছিল। যদিও এতদিন আইএসের অস্তিত্ব অস্বীকার করে আসছিল পাকিস্তান।

পাকিস্তান বলছে, আফগানিস্তানের ভেতরে শক্তিশালী হয়ে ওঠা জঙ্গিগোষ্ঠির প্রভাব ঠেকানোর জন্যেই প্রতিবেশী দেশটির উত্তর-পশ্চিম সীমান্ত এলাকায় ‘খাইবার-ফোর’ শিরোনামে এই অভিযান শুরু করা হয়েছে।

পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আসিফ গফুর এই সেনা অভিযানকে পাকিস্তানের জন্যে অত্যন্ত জরুরি উল্লেখ করে বলেন, গত কয়েক মাসে খাইবার সীমান্তে আইএস গোষ্ঠীর উত্থান বেড়ে উঠছিল।

তথাকথিত জঙ্গিগোষ্ঠী আইএস গত দুই বছরে পাকিস্তানে চালানো বেশ কিছু জঙ্গি হামলার দায় স্বীকার করলেও পাকিস্তান কখনোই সেদেশে আইএসের অস্তিত্ব স্বীকার করেনি।

সীমান্তের যে অংশে বিমান বাহিনীর সহায়তায় এই অভিযান চালানো হয়েছে সেটি উপজাতি অধ্যুষিত এলাকা।

জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, আইএসের এই অংশ পাকিস্তান ও আফগানিস্তানের সাবেক তালেবান গোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত। তারা মধ্যপ্রাচ্যের আইএস গোষ্ঠীর কেউ নয় বলেই দাবি করেন তিনি।

Related posts

Leave a Comment