মুক্তবার্তা ডেস্ক:আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রধান আব্দুল হাসিব নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্টে আশরাফ ঘানির কার্যালয়।
প্রেসিডেন্টের অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ১০ দিন আগে দেশটির পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে আফগানিস্তানের বিশেষ বাহিনীর এক অভিযানে আব্দুল হাসিব নিহত হন।
মার্চ মাসে কাবুলের একটি সামরিক হাসপাতালে হামলার সঙ্গে হাসিব জড়িত বলে মনে করা হয়। ওই ঘটনায় ৩০ জনের বেশি লোক প্রাণ হারায়। গত মাসে নানগারহারে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সগুলোর এক যৌথ অভিযানে দেশটির আইএস প্রধান নিহত হয়েছে। রবিবার যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের কর্মকর্তা এ কথা নিশ্চিত করে জানান, ২৭ এপ্রিল ওই অভিযানটি চালানো হয়েছিল। কিন্তু রবিবারের আগে হাসিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি।