অ্যাসেনসিওতে রক্ষা পেল রিয়াল

মুক্তবার্তা ডেস্ক: ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠে হারতে বসা রিয়াল মাদ্রিদকে রক্ষা করেছেন মাকো অ্যাসেনসিও। বার্নাব্যুতে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন এই স্প্যানিশ তরুণ।

এদিকে ভ্যালেন্সিয়ার হয়ে গোল করেছেন কার্লোস সোলার ও কন্ডোগবিয়া।

রামোস ও রোনালদোবিহীন রিয়ালকে ম্যাচের শুরু থেকেই চাপে রাখে ভ্যালেন্সিয়া। তবে প্রথম গোলটি পায় রিয়ালই। ম্যাচের ১০ মিনিটের মাথায় বল রিসিভ করতে না পারার ভুলে প্রথম গোলটি হজম করতে হয় অতিথি দল ভ্যালেন্সিয়াকে। কন্ডোগবিয়া মাঝ মাঠের একটু নিচে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল রিসিভ করতে না পারলে বল পেয়ে যান রিয়ালের অ্যাসেনসিও। আর সেই বল একা টেনে নিয়ে ডি-বক্সের একটু বাহির থেকে আচমকা এক শটে গোল করেন।

তবে ভ্যালেন্সিয়া সমতায় আসতে বেশি সময় নেয়নি। ম্যাচের ১৮ মিনিটে টনি লাতোর ক্যাটব্যাকে ডি-বক্সের ভিতর পজিশন নিয়ে সহজেই গোল করেন কার্লোস সোলার। এরপর প্রথমার্ধে আর কোন গোল হয়নি। ১-১ গোলের সমতাতে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধেও রিয়ালকে চাপে রাখে ভ্যালেন্সিয়া। একের পর এক আক্রমণে রিয়ালের রক্ষণভাগকে তটস্থ করে রাখে হলুদ জার্সিধারী দল। ম্যাচের ৭৭ মিনিটে রদ্রিগোর সহযোগিতায় গোল করেন ফরাসি মিডফিল্ডার কন্ডোগবিয়া।

এর পাঁচ মিনিট পরেই রিয়ালকে সমতায় আনেন অ্যাসেনসিও। বাঁ দিকে ডি-বক্সের একটু বাহিরে রিয়াল ফ্রি-কিক পেলে তা দুর্দান্তভাবে কাজে লাগান এই স্প্যানিশ তরুণ। আর তার এই গোলেই মৌসুমের প্রথম হার থেকে রক্ষা পায় জিনেদিন জিদানের দল।

Related posts

Leave a Comment