মুক্তবার্তা ডেস্ক: লা লিগা মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে জয়ের মুখ দেখলো না কেউ। স্প্যানিশ ফুটবলের অন্যতম বড় মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই দল অ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদ। কিন্তু হতাশই হতে হয়েছে দু দলের। অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ।
শনিবারের খেলা শেষে সবচেয়ে বড় অর্জন তাই বার্সেলোনার। মাদ্রিদ প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তারা ১০ পয়েন্টে ব্যবধান বাড়িয়ে নিয়েছে। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর ২৪ পয়েন্ট নিয়ে তিন ও চারে রিয়াল ও অ্যাতলেতিকো। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ভ্যালেন্সিয়া।