মুক্তবার্তা ডেস্ক:খুলনা নগরীর টুটপাড়া মেইন রোডস্থ ঘোষের ভিটা এলাকায় অভিযান চালিয়ে বাবু শেখ ওরফে ব্লেড বাবু (২৬) ও তার স্ত্রী খুশি আক্তার (২০)কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এসময় তাদের ঘর তল্লাশি করে ১টি দেশে তৈরি পাইপগান, ১১০পিস ইয়াবা, ১০০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
এঘটনায় সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে।
এসময় অস্ত্র, মাদক ও মাদক বিক্রির ৮০৪৫টাকা ও ডাকাতির ২০হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয় ব্লেড বাবু ও স্ত্রীকে।