মুক্তবার্তা ডেস্ক:পাবনার আতাইকুলা থেকে দুটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ সর্বহারা দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী জেলার আন্ধারমানিক এলাকার মো. সামাদ মোল্লার ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির (২৬) ও একই এলাকার আব্দুল আজি মোল্লার ছেলে শওকত হোসেন ওরফে নয়ন (৩০)।
সোমবার রাতে আতাইকুলা থানার দুবলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে দুটি বিদেশি রিভলবার, ছয রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।