অস্তিত্ব বিলীন করে ভারতের সঙ্গে বন্ধুত্ব নয়: রব

মুক্তবার্তা ডেস্ক:যেকোনো ধরনের জাতীয় চুক্তি করার আগে জনগণের মতামত নেয়া দরকার মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘জাতির নাক কেটে অস্তিত্ব বিলীন করে দিয়ে ভারতের সাথে কোনো বন্ধুত্ব চাই না। যেখানে স্বার্বভৌমত্ব জড়িত সেখানে অন্ধকারে রেখে ভারতের সাথে কোনো চুক্তি জনগণ মানবে না।’

প্রধামন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে রব এসব কথা বলেন।

আগামী শুক্রবার চার দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরের আগেই বিএনপি নেতারা এবং তাদের সমর্থক বুদ্ধজীবীরা বলছেন, দেশটির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির চেষ্টা চলছে। এমনটি হলে তা বাংলাদেশের স্বার্থের অনুকূলে থাকবে না। আর এই উদ্যোগ প্রতিহত করার হুমকিও দিচ্ছেন তারা।

প্রধানমন্ত্রীর ভারত সফর এবং সম্ভাব্য নিরাপত্তা চুক্তির কথা উল্লেখ করে আ স ম আব্দুর রব বলেন, ‘ভারতের সাথে এত সম্পর্ক থাকার পরও কেন প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন হলো, তা জনগণ জানতে চায়। এত বড় স্পর্শকাতর বিষয়ে দলীয় সরকার সিদ্ধান্ত নিতে পারে না। বিরোধী দলকে আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে পাশে রাখতে হবে। এতে সরকারের লাভ হয়, জোর পায়।’

রব ভারতের সাথে চুক্তির ব্যাপারে জাতিকে অবহিত করার পরামর্শ দেন সরকারকে। তিনি বলেন, ‘এব্যাপারে জনগণের মতামত নিতে হবে। এখানে জবাবদিহিতার প্রশ্ন আছে। এখানে জনগণের আত্মমর্যাদা জড়িত। প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে।’

Related posts

Leave a Comment