মুক্তবার্তা ডেস্ক:অস্ট্রেলিয়ান হাইকমিশন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকিদাতা সন্দেহে একজনকে আটক করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। তার নাম তৌসিফ হোসেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর বনশ্রী থেকে তাকে আটক করা হয়।
ডিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসুফ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় জানাতে পারেননি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তার ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।