মুক্তবার্তা ডেস্ক:স্বাগতিক ভারত চতুর্থ দিনে ব্যাট করতে নেমে লিডটা খুব বেশি বড় করতে পারলো না। হ্যাজেলউড ও স্টর্কের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে ২৭৪ রানেই শেষ হয় স্বাগতিকদের ইনিংস। আর এতে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৮ রান।
এই রিপোর্ট লেখার সময় অজিদের সংগ্রহ বিনা উইকেটে ২২ রান। জয়ের জন্য এখনও ১৬৬ রান করতে হবে সফরকারীদের।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান পূজারা-রাহানে দিনের শুরুতে সতর্ক হয়েই ব্যাট করছিলেন। তবে অর্ধশত পূরণ করে খুব বেশি সময় আর উইকেটে থাকতে পারেননি রাহানে। ব্যক্তিগত ৫২ রানে স্টার্কের ফুল লেন্থ বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ।
এর সঙ্গে সঙ্গে পূজারা-রাহানের ১১৮ রানের জুটি। স্টর্কের পরের বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান করুণ নায়ার। ব্যক্তিগত ৯২ রানে হ্যাজেলউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান পূজারা।
এরপর দ্রুত অশ্বিন (৪), যাদব (১), ও ইশান্ত শর্মা (৬) সাজঘরে ফিরলে ২৭৪ রানেই শেষ হয় স্বাগতিকদের ইনিংস।