মুক্তবার্তা ডেস্ক: বিচার বিভাগের সঙ্গে রাজনৈতিক নেতাদের টানাপড়েনের জন্য বিএনপি দায়ী বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবসের আলোচনায় তিনি বক্তব্য দেন। এ সময় ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যা পরিকল্পনার সঙ্গে বেগম খালেদা জিয়া সরাসরি জড়িত ছিল বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় খাদ্যমন্ত্রী বলেন, আজকে বিচার বিভাগের সঙ্গে ভাল টানাপোড়েন চলছে। একটা রায় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কিন্তু এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে কারা। প্রধান বিচারপতির ঘাড়ে পাড়া দিয়ে আরেকটি অসাংবিধানিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা গভীর ষড়যন্ত্র করছে বিএনপি।