মুক্তবার্তা ডেস্ক:দেশজুড়ে মৃদু তাপদাহ অব্যাহত রয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগে সারাদেশের অনেক জেলায় বৃষ্টি হলে তাতেও থামছে না তাপমাত্রা। দিন দিন বেড়েই চলছে তাপমাত্রা। ইতোমধ্যে দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ছুঁইছুঁই করছে। আবহাওয়ার এই অদ্ভূত আচরণে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে গরমের এই তীব্রতা কমবে না। অসহনীয় এমন পরিস্থিতি আরও আরও কয়েকদিন থাকবে। আসছে ৪৮ ঘণ্টাতেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।
তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলেন আবহাওয়া অধিদপ্তর। আর ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করেন আবহাওয়াবিদরা। সেই হিসেবে দেশে মৃত্যু তাপপ্রবাহ অব্যাহত চলছে।