অর্ধনগ্ন আলিয়া ভাট!

মুক্তবার্তা ডেস্ক:জানা গেছে, ভারতের বিখ্যাত চিত্রগ্রাহক ডাব্বু রাত্নানির একটি ফটোশুটে সম্প্রতি অংশ নিয়েছিলেন আলিয়া। সেখানে অর্ধনগ্ন হয়ে বিড়াল কোলে নিয়ে পোজ দেন তিনি। আর সেই ছবিই ছড়িয়ে পড়েছে ইন্টারনেটজুড়ে। জন্ম দিয়েছে তুমুল আলোচনার। ক’দিন আগেই আমেরিকান এক আলোকচিত্রীর ক্যামেরায় একই ধরনের পোজ দিয়ে আলোচিত ছিলেন বলিউডের আরেক সুন্দরী ক্যাটরিনা কাইফ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এবার মজেছে আলিয়াতে।

এ বিষয়ে ডাব্বু বলেন, আলিয়াকে একটু বোল্ড রুপে তুলে ধরার জন্যেই এমন পন্থা অনুসরণ করেন তিনি। আর আলিয়ার ভাষ্য, শিল্প সবসময়ই সুন্দর। সেটি কে কেমন করে ফুটিয়ে তুলতে পারে সেটাই দেখার বিষয়। এই ফটোশুট নাকি তাকে খুব আত্মতৃপ্তি দিয়েছে।

ডাব্বু রাত্নানির ফটোশুটে আলিয়াই প্রথম নয়। এর আগেও দীপিকা, আনুশকা, ক্যাটরিনা, ঐশ্বরিয়া ও মাধুরীর মতো নায়িকাদের সাথে কাজ করেছিলেন ডাব্বু।

Related posts

Leave a Comment