অমীমাংসিতই রয়ে গেল মর্যাদার মাদ্রিদ ডার্বি

মুক্তবার্তা ডেস্ক:অমীমাংসিতই রয়ে গেল মর্যাদার মাদ্রিদ ডার্বি। শনিবার রাতে অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার স্প্যানিশ লা লিগার ম্যাচটিতে কেউ হারেনি, কেউ জেতেনি। ১-১ গোলের সমতায় সমাপ্তি ঘটল ডার্বির। পেপের গোলে শুরুতে রিয়াল এগিয়ে গেলেও শেষদিকে গ্রিজম্যানের দুর্দান্ত গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

ম্যাচের ৫২ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন পেপে। টনি ক্রুসের বাড়ানো বল থেকে অ্যাথলেটিকোর রক্ষণভাগ ভাঙেন এই পর্তুগীজ। কিন্তু লিড ধরে রাখতে পারেনি রিয়াল। ম্যাচ শেষ হওয়ার মিনিট চারেক আগে অ্যাথলেটিকোকে সমতায় ফেরান গ্রিজম্যান।

অ্যাথলেটিকোর সঙ্গে ড্র করে তালিকার শীর্ষ দল রিয়াল মাদ্রিদ। যার ফলে মালাগাকে হারিয়ে রিয়ালের ঘরে এক পা দিতে পারত মেসিরা। কিন্তু মালাগার কাছে হেরে যায় বার্সা। কাতালানদের পয়েন্ট ৩১ ম্যাচে ৬৯। আর ড্রয়ের ফলে এক নম্বরে থাকা রিয়ালের পয়েন্ট ৩০ ম্যাচে ৭২।

এদিকে দিনের অপর ম্যাচে দেপোর্তিভোকে ৪-২ গোলে পরাজিত করেছে সেভিয়া। একই রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে একাধিক ম্যাচ মাঠে গড়ালো। তাদের মধ্যে হাল সিটিকে ৩-১ গোলে হারায় ম্যান সিটি। স্টোক সিটি ১-২ ব্যবধানে পরাজিত হয় লিভারপুলের কাছে। চেলসি ৩-১ গোলে বোর্নমাউথ উড়িয়ে দিয়েছে।

Related posts

Leave a Comment