অভিযান শেষ, আতিয়া মহল পুলিশের কাছে হস্তান্তর

মুক্তবার্তা ডেস্ক:সিলেটের শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলের’ সার্বিক দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সেনাবাহিনীর প্যারা কামান্ডো ভবনটির দায়িত্ব সিলেট মহানগর পুলিশের কাছে হস্তান্তর করে। এর মধ্য দিয়ে সেনাবাহিনীর পাঁচ দিনব্যাপী জঙ্গিবিরোধী ‘অপারেশন টোয়াইলাইট’ শেষ হলো।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন বলেন, বিকেলে সেনাবাহিনী পুলিশকে আতিয়া মহলের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। এরপর পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ভবনটির ভেতরে প্রবেশ করেন।

Related posts

Leave a Comment