অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিচ্ছেন জেনিফার লরেন্স

মুক্তবার্তা ডেস্ক: দুই বছরের জন্য অভিনয় থেকে বিরতি নিচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার লরেন্স।  কাজের চাপ থেকে কিছুটা মুক্ত থাকতেই লরেন্স এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তার কাছের বন্ধুরা।

বৃহস্পতিবার এনবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘টুডে’তে উপস্থিত হয়ে অস্কারজয়ী অভিনেত্রী বলেন, ‘আমি দুই বছরের বিরতি নিচ্ছি। এ সময় কী করবো জানিনা। কিছুই ভাবিনি। শুধু এটুকু জানি, বিরতি নিচ্ছি।’

বিরতির সময় তিনি একান্তে সময় ব্যয় করতে চান বলেও জানিয়েছেন তার স্বজনেরা। সর্বশেষ ড্যারেন অ্যারনফস্কির ভৌতিক সিনেমা ‘মাদার’-এ দেখা গেছে জেনিফার লরেন্সকে।

Related posts

Leave a Comment