মুক্তবার্তা ডেস্ক: নিয়মিতই ছোট পর্দায় ও বিজ্ঞাপনে কাজ করতেন মডেল ও উপস্থাপিকা আলিশা প্রধান। এর পর ২০১৩ সালে নাম লেখান রূপালী পর্দার নায়িকা হিসেবে। অতিথি শিল্পী হিসেবে ‘এইতো ভালোবাসা’ নামের একটি ছবিতে প্রথম অভিনয় করেন আলিশা। পরে প্রধান নায়িকা হিসেবে সুযোগ মেলে প্রয়াত চাষী নজরুল ইসলামের ‘ভুল যদি হয়’ ছবিতে।
ওই বছরই ‘অন্তরঙ্গ’ ও ‘মিয়া বিবি রাজি’ নামের আরো দুটি ছবিতে অভিনয় করেন এই নায়িকা। পরের বছর ‘অজান্তে প্রেম’, ‘মনপুরা ভালোবাসা’ এবং ‘তুমি নেই কিছু নেই’ নামের ছবিগুলোতেও দেখা গেছে তাকে।
কিন্তু রবিবার হঠাৎই অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন আলিশা। শোনা যাচ্ছে, তিনি করপোরেট পেশায় যোগ দিয়েছেন। দায়িত্ব পালন করবেন কক্সবাজারে নির্মাণাধীন ‘হোয়াইট স্যান্ড ফাইভ স্টার রিসোর্ট’- এর এজিএম হিসেবে।
তবে অনেকটা আশাহত হয়েই যে তিনি অভিনয় ছেড়েছেন সেটা তার কথাতেই পরিষ্কার। বলেন, ‘১৪ বছর বয়সে আমি অভিনয় জগতে পা রাখি। মূলত অভিনয়টা আমার প্যাশন ছিল। কিন্তু যে স্বপ্ন নিয়ে এসেছিলাম তা পূরণ হয়নি। চলচ্চিত্রের সামগ্রিক অবস্থাটা এমন হয়ে গেছে যে, তাতে পদে পদে আশাহত হওয়া ছাড়া আর কোনো পথ নেই। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’