মুক্তবার্তা ডেস্ক: এক সপ্তাহের প্রচণ্ড গরমের পর অবশেষে রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকায় বৃষ্টি শুরু হয়।
প্রচণ্ড গরমে যখন রাজধানীবাসীর নাভিশ্বাস উঠেছে ঠিক তখনই স্বস্তি এনে দিল হঠাৎ বৃষ্টি। একদিকে বৃষ্টি আর অন্যদিকে হিমেল বাতাসে যেন জুড়িয়ে যায় শরীর। এই বৃষ্টি দারুণ উপভোগও করেছেন নগরীবাসী।
গতকাল মঙ্গলবার রাত থেকেই আকাশ মেঘলা ছিল। তবে বৃষ্টি না হওয়ায় ভ্যাপসা গরম বরং বেড়ে গিয়েছিল। পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় প্রচুর ঘাম ঝরছিল। তাপে দগ্ধ নগর জীবনে অবশেষে সকাল সাড়ে ৯টার দিকে আশ্বিনের বৃষ্টিতে স্বস্তি মিলেছে নগরবাসীর।
তবে আকস্মিক এই বৃষ্টিতে ভোগান্তিতেও পড়েছেন কেউ কেউ। বিশেষ করে অফিসগামী লোকজনকে পড়তে হয় বিড়ম্বনায়। রাস্তায় পথচারীদের অনেককেই ভিজতে ভিজতে গন্তব্যে যেতে দেখা গেছে।
গত এক সপ্তাহে প্রচণ্ড দাবদাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। সপ্তাহজুড়ে গরমের দাপট ছিল অত্যন্ত বেশি। গত রোববার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহজুড়ে এ রকম মাত্রার গরম পড়ে ঢাকায়।