অপু বিশ্বাসকে বাংলা চলচ্চিত্রের রানী বললেন পরী

মুক্তবার্তা ডেস্ক:বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। দর্শক ভক্ততো আছেই বরং তার সমকালীন জনপ্রিয় নায়িকারাও তার ভক্ত। এ কাতারে আছেন সময়ের শীর্ষস্থানীয় অভিনেত্রী মাহিয়া মাহি, রোজিনা। আর অপু বিশ্বাসের ভক্তের তালিকায় সদ্য যোগ হলেন ঢালিউডের আরেক প্রভাবশালী অভিনেত্রী পরীমনি!

অপু বিশ্বাসকে নিয়ে এক লেখায় স্তুতি বাক্যে ভরে ফেলেছেন এই অভিনেত্রী। আসছে ঈদে অপু বিশ্বাস শাকিব খান জুটির রাজনীতি ছবিটি মুক্তি পাচ্ছে। এই ছবিটিকে কেন্দ্র করে পরীমনির এই বক্তব্য। যেখানে অপুকে তিনি চলচ্চিত্রের রানি হিসেবেও আখ্যায়িত করেছেন।

সোশ্যাল মিডিয়ার পোস্টে পরী লিখেছেন, অপু বিশ্বাস, বাংলা চলচ্চিত্রের রানি। তোমায় নিয়ে সাজিয়ে গুছিয়ে লেখার পথ অজানা আমার দি’ভাই। তোমার সৃজনশীল পথ চলা, আমার এক বড় অনুপ্রেরনা। তোমার স্বচ্ছ বিচলন, আমার এক জোরালো মনোবল। আর তোমার কোমল স্নেহময় হৃদয়, শত নারীর অস্তিত্বের দর্পণ।

ভাববাচ্যে লেখা পোস্টে পরী লিখেছেন, কাল সকালে (চলচ্চিত্র) তুমি এসেছিলে বাংলার চলচ্চিত্র জগতে। সেই থেকে তোমার এই জগতে সোনালি সকালটাই বিদ্যমান। বিরতিহীন বাণিজ্য সফল আর রুচিশিল একের পর এক ছায়াছবি উপহার দিয়েছ আমাদের। সিনেমাপ্রেমীদের জন্য তোমার সব থেকে বড় উপহারটা ছিল একটা সুন্দর পরিপূর্ণ জুটি।

সবাইকে অপুই বিশ্বাসের ছবি দেখার আহ্বান জানিয়ে পরীমনি বলেন, আমি শাকিব-অপুর রাজনীতিসহ ঈদে আগত প্রতিটি ছবির টিজার দেখেছি। আর দেখার পর আমি একজন দর্শক হিসেবে স্বপরিবারে রাজনীতি দেখবো বলে ঠিক করলাম। সেই সাথে একজন অভিনেত্রী হিসেবে আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু এবং সকল অনুসারীদেরও আহবান জানাই রাজনীতি দেখুন দলেবলে।

Related posts

Leave a Comment