অপু ফিরে আসায় বুবলি যা বললেন

মুক্তবার্তা ডেস্ক:ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাসের অবশেষে খোঁজ মিলেছে। এখন পর্যন্ত কারও সঙ্গে দেখা না করলেও এক সপ্তাহ ধরে লোকচক্ষুর অন্তরালে থেকে বিভিন্ন পত্রিকা, অনলাইন পোর্টাল ও টেলিভিশনের সাংবাদিকের সঙ্গে কথাবার্তা বলছেন, সাক্ষাৎকার দিচ্ছেন। তার ফিরে আসাতে চলচ্চিত্রের প্রযোজক-পরিচালকেরা যেমন খুশি, তেমনি সহশিল্পীরাও।

হঠাৎ করেই অপু বিশ্বাসের ফিরে আসা ও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা নিয়ে চলচ্চিত্রপাড়া যখন চাঙা, তখন শাকিব খানের সঙ্গে নতুন জুটি হওয়া বুবলি বললেন, কেউ যদি নিজের পেশাগত দায়িত্ব থেকে দীর্ঘদিন অনুপস্থিত থাকেন, সেই বিষয়টি তার একান্তই ব্যক্তিগত ব্যাপার।

বুবলি আরো বলেন, ‘শুনেছি, অপু বিশ্বাস দুই–তিন বছর আগেও একটানা অনেক দিন সিনেমায় অভিনয় থেকে দূরে ছিলেন। এটি তার একান্ত ব্যক্তিগত ব্যাপার।’

তবে অপু বিশ্বাসের ফেরার খবরে শাকিব খানের নতুন জুটি বাঁধা বুবলি খুশি। বিষয়টিকে চলচ্চিত্রের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন এই নবাগত। বুবলি বলেন, ‘শাবনূর আপা এখন অভিনয় করেন না। পূর্ণিমা আপাও নিয়মিত না, তাই এই সময়ে অপু বিশ্বাস ফিরে আসাকে সাধুবাদ জানাই। তবে একটা বিষয় আশা করব যে আমরা যেমন সিনিয়র শিল্পীদের সম্মান করি, ভালোবাসি, তাদের কাছ থেকেও তেমনটাই আশা করব।’

বড় শিল্পীদের কাছ থেকে তার হেরফের হয়েছে কি? জানতে চাইলে বুবলি বলেন, ‘শুনেছি, অপু বিশ্বাস একটা সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, সংবাদপাঠ শিল্পচর্চার মধ্যে পড়ে কি না, তা তার জানা নেই।’

বুবলি আরো বলেন, ‘আমি অপুর এই মন্তব্যের বিষয়টি জানতাম না। শুটিংয়ে পুবাইলে ছিলাম। কয়েকজন সহকর্মী ফোন দিয়েছিলেন আমাকে। তারা অপুর এই মন্তব্যে কষ্ট পেয়েছেন। আমি মনে করি, যেকোনো উপস্থাপনই শিল্পচর্চার মধ্যে পড়ে। আর সংবাদপাঠের সুন্দর বাচনভঙ্গি অভিনয়েরই একটা অংশ।’

Related posts

Leave a Comment