অন্ধদের জন্য স্মার্টওয়াচ (ভিডিও)

মুক্তবার্তা ডেস্ক:দক্ষিণ কোরিয়ার একটি স্টার্ট-আপ প্রতিষ্ঠান এ বছরে একটি ব্যতিক্রমধর্মী স্মার্টওয়াচ আনার ঘোষণা দিয়েছে। হাতে পরিধানযোগ্য এই স্মার্টওয়াচটি দৃষ্টিশক্তিহীনদের জন্য।

ডট নামক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও এরিক জু ওন কিমের প্রত্যাশা অনুযায়ী এবছর স্মার্টওয়াচটির এক লাখ ইউনিট বাজারে আসবে।

দৃষ্টিশক্তিহীনদের জন্য বানানো অন্যান্য স্মার্টওয়াচ সাধারণত অডিও নির্ভর হয়। কিন্তু ডটের স্মার্টওয়াচটি স্ক্রিনের উপর ব্রেইলি অক্ষরের মাধ্যমে বার্তা প্রদান করে।

ডটের প্রতিষ্ঠাতা বলেন এই স্মার্টওয়াচটি দৃষ্টিশক্তিহীনদের জন্য বানানো ব্রেইলি যন্ত্রগুলোর প্রথম ধাপ মাত্র। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য।

ডট ইতিমধ্যেই কেনিয়া সরকারের সাথে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী ডট কেনিয়া সরকারকে আট হাজার ইউনিট ডট-মিনি বানিয়ে দেবে। ডট-মিনি হলো পড়াশুনা বিষয়ক একটি ব্রেইলি রিডার।

ভবিষ্যতে গুগলের সাথে ডট-প্যাড নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ডট-প্যাড হচ্ছে একটি ই-রিডার যেটিতে বাটনের মাধ্যমে বিভিন্ন ছবি ও আকৃতি দেখা যাবে। এর ফলে গনিত ও চারুকলা শিক্ষা অনেক সহজ হবে।

এখনকার জন্য ডটের স্মার্টওয়াচটির অপেক্ষায় আছেন এর সম্ভাব্য গ্রাহকরা। স্মার্টওয়াচটির ব্যাটারি সাত দিন পর্যন্ত চলবে এবং এটির খুচরা মূল্য ২৯০ ডলার ধরা হয়েছে।

দেখুন ভিডিও:

Related posts

Leave a Comment