মুক্তবার্তা ডেস্ক: সভা সমাবেশের জন্য আর সরকারের অনুমতির অপেক্ষা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘সরকারের সব ধরনের চোখ রাঙানি এবং আইনশৃংখলা বাহিনীর উস্কানি উপেক্ষা করে যে দিন রাজপথে নামবো সেদিন সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে গয়েশ্বর এ হুঁশিয়ারি দেন।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে এবং দলের ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ।
চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে বুধবার রাজধানীতে জনসভা করতে পুলিশের কাছে অনুমতি চেয়েছে বিএনপি। তবে এখনো অনুমতি মেলেনি।
গয়েশ্বর বলেন, ‘সভা-সমাবেশ করার জন্য বিএনপি দীর্ঘদিন সরকারের অনুমতির অপেক্ষা করবে না। চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে আপাতত আমরা কোনো কর্মসূচি দিচ্ছি না। কারণ আগামীকাল (বুধবার) আমাদের প্রতিবাদ সমাবেশ আছে। আমরা ধরেই নিয়েছি এই সরকার অনুমতি দেবে না, কয়দিন দেবে না। কিন্তু দীর্ঘদিন আমরা তাদের অনুমতির অপেক্ষা করব না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গয়েশ্বর আরও বলেন, ‘আমরা রাজপথে নামলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। আমরা আন্দোলন করছি না; তার মানে এই নয় যে আমরা জাতির কাছে ওয়াদা করেছি বা শেখ হাসিনার কাছে দায়বদ্ধ আমরা কোনো দিন আন্দোলন করব না। আমরা রাজপথে নামব। আপনি শেখ হাসিনা সেই দিনের অপেক্ষা করুন। আমরাও আর কিছুদিন দেখি।’