অটোরিকশা চালালেন মাইকেল ক্লার্ক

মুক্তবার্তা ডেস্ক:ভারত–অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে ধারাভাষ্যের জন্য ভারতের বেঙ্গালুরুতে রয়েছেন প্রাক্তন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক।

বেঙ্গালুরুতেই টেস্ট অভিষেক হয়েছিল ক্লার্কের। তাই এই শহরটার প্রতি দুর্বলতা রয়েই গেছে তার। ক্রিকেটাররা না হয় অনুশীলনে ব্যস্ত রয়েছেন। কিন্তু খেলা শুরু না হওয়া পর্যন্ত ধারাভাষ্যকার ক্লার্কের হাতে তো কাজ নেই।

তাই শহরটাকে আরও ভালভাবে দেখতে বেরিয়ে পড়েছেন ক্লার্ক। নতুন অভিজ্ঞতার সঙ্গীও হয়েছেন। কী সেই নতুন অভিজ্ঞতা?‌ অটোরিকশা চালানো শিখলেন মাইকেল ক্লার্ক!‌

বৃহস্পতিবার সকালের ঘটনা। বেঙ্গালুরুর রাস্তায় অটোরিকশায় ড্রাইভারের সিটে বসে পড়লেন ক্লার্ক। এই যানটিকে বিদেশিরা ‘‌টুকটুক’‌ বলেই ডেকে এসেছেন। মাইকেল ক্লার্কও তার ব্যতিক্রম নন। এদিন সেই যানেরই চালকের আসনে বসে পড়লেন প্রাক্তন অসি অধিনায়ক।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ক্লার্ক। সেখানে বলেছেন, ‘‌টুকটুক চালালাম। বেঙ্গালুরুতে আবার এলাম। যেখানে টেস্ট জীবন শুরু করেছিলাম।’‌

Related posts

Leave a Comment