মুক্তবার্তা ডেস্ক:গণহারে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা পদের সকালের নিয়োগ পরীক্ষা (প্রিলিমিনারি) বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এ সিদ্ধান্ত নেন বলে নিশ্চিত করেছেন ব্যাংকার্স সিলেকশান কমিটি বিভাগের নির্ভরযোগ্য একটি সূত্র।
দুই লাখের বেশি প্রার্থী থাকায় গত শুক্রবার সকালে ও বিকেলে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগের বাছাই পরীক্ষার সময় নির্ধারিত ছিল। আগেই এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। প্রশ্নপত্র ফাঁস হওয়া সত্ত্বেও সকালের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর বিকেলের পরীক্ষা স্থগিত করা হয়। সকালের পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন পরীক্ষার্থীরা।
প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা বাতিল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া ব্যাংকিং বিভাগও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এখন তারা সকাল ও বিকেলের দুটো পরীক্ষাই একসঙ্গে নেওয়ার চিন্তা করছে।