অক্ষয়ের ‘টয়লেট-এক প্রেম কথা’র কর ছাড়

মুক্তবার্তা ডেস্ক:বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। তার ছবি মানেই আলাদা ধরণের বিষয়, আলাদা ধরণের বিনোদন।  অক্ষয় অভিনীত ‘টয়লেট এক প্রেম কথা’ তেমনি একটা ছবি।

গ্রামীণ পরিবারগুলোর জন্য শৌচাগারের বার্তাটি কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই প্রভাবিত করেনি, সরকার বিজেপি’র অধীনে সব রাজ্যে বিনোদন কর মওকুফ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ‘টয়লেট: এক প্রেম কথা।’ কিছু দিন আগে ছবিটি নিয়ে কথা বলতে মোদির সঙ্গে দেখাও করেছিলেন ছবির হিরো অক্ষয়।

সম্প্রতি মু্ক্তি পেয়েছে  ‘টয়লেট এক প্রেম কথা’ ছবির ট্রেলার। মুক্তির পর ইউটিউবে বেশ সাড়াও ফেলে দিয়েছে ট্রেলারটি।

সরকারের একটি সূত্র বলে, সুন্দর ভারত গড়ার জন্য আরও কাজ করা যায় তা অক্ষয়ের এই সিনেমাটিতে স্পষ্ট। টয়লেটের ট্রেলার এবং টিজার্স দেখে এ কথা স্পষ্ট যে, এই সুপারস্টারের সিনেমাটি নিছক বিনোদনের জন্য নয়, সামাজিক সংস্কারেরও একটি মাধ্যম। এটি বলিউডের সমাজ সংস্কার এবং অগ্রগতির সেরা বার্তা।’

সিনেমাতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন ভূমি পেড়নেকর। ছবিটি পরিচালনা করেছেন নারায়ণ সিংহ। এ বছরের ১১ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

Related posts

Leave a Comment